শস্য ভান্ডার খ্যাত আমাদের দেশের একটি প্রাচীন ঐতিহ্য যা হল ধানের গোলা।একসময় কৃষক এর সমৃদ্ধির প্রতীক ছিল এই ধানের গোলা,কিন্তু তা এখন বিলুপ্তির পথে।কৃষি অধ্যুষিত এলাকায় বাড়িতে বাড়িতে বাঁশ,বাঁশের বাতা ও কঞ্চি দিয়ে তৈরি গোল আকৃতির কাঠামো করা হয় এবং এঁটেল মাটি দিয়ে ভিতরে এবং বাইরে আস্তরণ প্রলেপ দেওয়া হয়।প্রবেশপথ অনেক টাই উপরে রাখা হতো চুরির উপদ্রব এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু তা এখন অতীত।কীটনাশক ও রাসায়নিক সার পাল্টে দিয়েছে কৃষি অঞ্চলের চিত্র।নব প্রজন্মের কাছে স্মৃতির কোটরে বন্দী এই ধানের গোলা।